জীবনবৃত্তান্ত:
দারুল ওহী আইডিয়াল মাদরাসা ও আল-ঈমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ঈমাম হোসেন একজন খ্যাতনামা সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও সফল ব্যবসায়ী। তাঁর জীবনদর্শন হলো – “জ্ঞানই আলো, আর এই আলো ছড়িয়ে দেয়াই আমার জীবনের ব্রত”।
শিক্ষা ও কর্মজীবন:
প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন নরসিংদীর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে
৯০ এর দশক থেকে সফলভাবে গড়ে তোলেন নিজের ব্যবসা সাম্রাজ্য
২০১৪ সালে প্রতিষ্ঠা করেন দারুল ওহী আইডিয়াল মাদরাসা
২০২২ সালে প্রতিষ্ঠা করেন দারুল ওহী জমিলা খাতুন আইডিয়াল মহিলা মাদরাসা
২০২৫ সালে প্রতিষ্ঠা করেন আল-ঈমাম ট্রাস্ট
সমাজসেবা ও অবদান:
✓ শিক্ষাখাতে:
আল-ঈমাম ট্রাস্ট কর্তৃক গরীব ও এতিম শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা
এলাকায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বিনির্মাণে সহযোগিতা প্রদান
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থায়ন
✓ সামাজিক উন্নয়ন:
প্রতি বছর রমজান ও কুরবানি ঈদে প্রায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ
নিয়মিত স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন
বন্যা ও দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম
ব্যক্তিগত জীবন:
আলহাজ্ব মোঃ ঈমাম হোসেন একজন আদর্শবান মুসলিম হিসেবে ব্যক্তিগত জীবনেও ধর্মীয় মূল্যবোধের চর্চা করেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের গর্বিত পিতা। তাঁর জীবনদর্শন হলো: “ধন-সম্পদ দিয়ে নয়, ভালো কাজ দিয়ে মানুষকে স্মরণীয় হতে হয়”
প্রতিষ্ঠাতার বাণী:
“আমার স্বপ্ন ছিল এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার, যেখানে কুরআনের জ্ঞানের সাথে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটবে। দারুল ওহী আইডিয়াল মাদরাসা সেই স্বপ্নের বাস্তবায়ন। এখান থেকে বেরিয়ে আসা প্রতিটি শিক্ষার্থীই হবে আলোকিত মানুষ, আদর্শ নাগরিক।”