*** চলমান বিজ্ঞপ্তিতে প্রাথমিক পর্যায়ে নির্বাচিতদের নাম্বারে ম্যাসেজ করা হয়েছে। আগামী শনিবার সকাল ১০ টায় লিখিত ও ভাইবা অনুষ্ঠিত হবে। *** যোগাযোগ: 01797-509910 (অধ্যক্ষ), 01797-509911 (আইটি & একাউন্টস), 01797-509912 (ভর্তি/কোয়ার্টার), 01797-509913 (তাহফিজ আবাসিক), 01794-110225 (জেনারেল আবাসিক)...
দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসার ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদরাসা এক ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। পবিত্র কোরআন ও হাদিসের ৪৯টি প্রশ্ন সমন্বয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নরসিংদী জেলার প্রায় ২শত শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ১০০ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বাছাই করে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে গত  নরসিংদী সদর উপজেলা বেলাটি গ্রামে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদরাসা মাঠে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ড. আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)। বিশেষ অতিথি ছিলেন আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়া রিপন, পলাশ শিল্পঞ্চল কলেজের অধ্যাপক মো. আ: রশিদ, বাবুরহাট টাওয়ার’র প্রকল্প পরিচালক মো. জানে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদারাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইমাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ আবু মুছা মাক্কী। অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া, হাজী আবেদ আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুব হাসান, স্কলাস্টিকা মডেল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আশেক মাহমুদ খান, আল-আরাফা ইসলামী ব্যাংক ভেলানগর শাখার এভিপি ও ব্যবস্থাপক নুর মোহাম্মদ বোরহান উদ্দিন খান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী নরসিংদী মডেল স্কুলের ছাত্র শাওন মিয়াকে একটি রেফ্রিজারেটর হস্তান্তর করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইমাম হোসেন।
দ্বিতীয় স্থান অর্জনকারী বোয়ালদিয়া মাদরাসার ছাত্রী ঝর্ণা আক্তারকে একটি ‘ট্যাব’ ও তৃতীয় স্থান অর্জনকারী জামিয়া কাসেমিয়ার ছাত্রি হালিমা তুস সাদিয়াকে একটি মোবাইল সেটসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ৯৭জন বিজয়ীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।