*** চলমান বিজ্ঞপ্তিতে প্রাথমিক পর্যায়ে নির্বাচিতদের নাম্বারে ম্যাসেজ করা হয়েছে। আগামী শনিবার সকাল ১০ টায় লিখিত ও ভাইবা অনুষ্ঠিত হবে। *** যোগাযোগ: 01797-509910 (অধ্যক্ষ), 01797-509911 (আইটি & একাউন্টস), 01797-509912 (ভর্তি/কোয়ার্টার), 01797-509913 (তাহফিজ আবাসিক), 01794-110225 (জেনারেল আবাসিক)...
মো: আব্দুল বারী
অধ্যক্ষ

সকল প্রসংশা আল্লাহ্‌ তা’য়ালার জন্য, যিনি মানুষকে তা শিখিয়েছেন, যা সে জানত না। দরুদ ও সালাম বর্ষিত হোক নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর।

আপনি অবগত আছেন যে, গত ২০১৪ সালে পবিত্র কুরআন ও সহীহ হাদীসের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী আলেম তৈরী করার লক্ষ্যে দারুল ওহী আইডিয়াল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে । যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানব সম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষা আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি ও উন্নত জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানবতার সেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, আল-কুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক প্রতিষ্ঠান হিসাবে বর্তমানে “দারুল ওহী আইডিয়াল মাদরাসা” ও “দারুল ওহী জমিলা খাতুন আইডিয়াল মহিলা মাদরসা” প্লে থেকে দাখিল শ্রেণি পর্যন্ত, তাহফিজ বিভাগে, তাসমি (শুনানোর বিশেষ ব্যবস্থা) এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের বিশেষ সুবিধা এখানে রয়েছে। জাতি গড়ার কারিগর এক বাঁক সৃজনশীল মেধাবী দেশ-বিদেশ থেকে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত, উচ্চশিক্ষায় শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে গঠিত এক বিরাট কাফেলা ।

আপনি আপনার সোনামণিদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এখানে ভর্তি করে আশা করি নিশ্চিন্তে থাকতে পারবেন, ইনশাআল্লাহ । আল্লাহ্‌ তা’য়ালা আমাদের যাবতীয় কার্যক্রম কবল করুন। আমিন!